নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় ভিক্ষুক সেজে কৌশলে নিয়ে গেছে প্রবাসীর স্ত্রীর নগদ টাকা ও স্বর্ণালংকার। ভিখারীনি সেজে চুরির দায়ে তছলিমা আক্তার নামে এক নারীর বাসায় তল্লাশী চালিয়ে উদ্ধার করা হয়েছে নগদ সাড়ে ৪লাখ টাকা ও ৪ভরি ওজনের স্বর্ণালংকার। গ্রেফতার করা হয়েছে তজলিমা আক্তার নামে উক্ত ভিক্ষুক সাজা নারীকে।
গত ২৫ আগষ্ট দিবাগত রাতে সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের কাটগড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে লোহাগাড়া থানা পুলিশ। এ নারী কাটগড় এলাকার জনৈক জয়নাল আবেদীনের স্ত্রী বলে জানা গেছে।
সূত্র মতে, গত ২১ আগষ্ট খদিজাতুল কুবরা রাফি নামে এক প্রবাসীর স্ত্রী কক্সবাজারে চকরিয়ায় এক বিয়ে অনুষ্ঠানে যেতে লোহাগাড়া বটতলীতে অপেক্ষা করছিলেন বাসের জন্য। এসময় এক মহিলা ভিখারীর বেশে ভিক্ষা চাই প্রবাসীর স্ত্রী রাফির নিকট। ভিক্ষুকের সাথী অপর এক মহিলা রাফির সাথে থাকা এক মহিলার বাক-বিতন্ডা হয়। তখন প্রবাসীর স্ত্রী রাফি বাক-বিতন্ডা থামাতে চেষ্টা করে। এ সুযোগে ভিখারিনী সাজা মহিলা তজলিমা কৌশলে প্রবাসীর স্ত্রীর কাছে থাকা ব্যাগের চেইন খুলে ২ভরি ওজনের স্বর্নালংকার নিয়ে পালায়। পরে অনেক খুজাখুঁজি ও সন্ধান করে না পাওয়ায় লোহাগাড়া থানায় অভিযোগ করেন গত ২৫ আগষ্ট সোমবার।
অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সহায়তায় অপরাধীকে সনাক্ত করতে পুলিশ সক্ষম হয়। অবশেষে সাতকানিয়ার কাটগড় এলাকার এক ভাড়া বাসা থেকে তজলিমা আক্তারকে গ্রেফতার করে লোহাগাড়া থানা পুলিশ। উদ্ধার করা নগদ টাকা ও স্বর্ণালংকার।
অভিযোগকারিনী প্রবাসীর স্ত্রী রাফি লোহাগাড়া উপজেলার উত্তর কলাউজান হিন্দুহাট এলাকার হাফেজ আহমদের স্ত্রী বলে জানা গেছে। তিনি উদ্ধারকৃত স্বর্ণালংকার এর মধ্যে তার চুরি হওয়া স্বর্ণালংকার সনাক্ত করেছে বলে জানা যায়।




