মিজবাউল হক, চকরিয়া : চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী দূর্জয় চৌধুরী (২৫) পুলিশ হেফাজতে মৃত্যুর রহস্য এখনো উৎঘাটন করতে পারেনি। এঘটনায় দুটি তদন্ত কমিটি মাঠে কাজ করছেন। ইতোমধ্যে শিক্ষা অধিদপ্তরের তদন্ত কার্যক্রম শুরু করেছে। এদিকে দূর্জয় চৌধুরী হত্যার সাথে জড়িতদের শাস্তি চেয়ে চকরিয়া থানার সামনে এলাকার শতশত নারী পুরুষ মানববন্ধ করেছে। তারা দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেফতার দাবী করেন।

আজ মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১০টায় চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে উপস্থিত হয়ে তারা তদন্ত কার্যক্রম পরিচালনা করেন। এসময় প্রধান শিক্ষিকা রাবেয়া খানমসহ স্কুলের সকল শিক্ষক উপস্থিত ছিলেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষার চট্টগ্রাম অঞ্চল এর পরিচালককে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট কমিটি তদন্ত কার্যক্রমে অংশ গ্রহণ করেন।

এসময় উপস্থিত শিক্ষকদের লিখিত বক্তব্য, টাকা আত্মসাতের যাবতীয় ডকুমেন্টসহ বিভিন্ন কাগজপত্র সংগ্রহ করে তদন্ত কমিটি।

তদন্ত দলটি স্কুল কমিটির সভাপতি চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব ও নিহত দূর্জয় চৌধুরীর পরিবারের সাথে কথা বলবেন বলেও জানা গেছে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে প্রধান শিক্ষিকার দেয়া অভিযোগের ঘটনায় চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী দুর্জয় চৌধুরীকে চেক জালিয়াতি ও অর্থ আত্মসেোতর ঘটনায় থানা হেফাজতে রাখা হয়।

মানববন্ধনে এলাকাবাসীরা বলেন, দূর্জয় চৌধুরীকে পরিকল্পিত হত্যা করা হয়েছে। ইতোমধ্যে ওসিসহ চার পুলিশকে প্রত্যাহার করা হয়েছে। চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককেও ওএসডি করা হয়েছে। এতে বুঝা যায় তারাই ঘটনার সাথে জড়িত। প্রত্যাহার করার পরও কেন মামলা হচ্ছে তাদের বিরুদ্ধে। তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। ওইদিন রাতে থানা হাজতে পরণের শার্ট গ্রীলে বেঁধে নিজের গলায় প্যাঁচিয়ে আত্মহত্যা করে দুর্জয়। এ ঘটনায় প্রধান শিক্ষিকা (ভারপ্রাপ্ত) রাবেয়া খানমকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে।

রবিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক-১ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে পদায়ন করা হয়। এছাড়া এক অফিস আদেশে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা এর চট্টগ্রাম অঞ্চল এর পরিচালককে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে তিনদিনের মধ্যে সরেজমিন তদন্তপূর্বক সুস্পষ্ট মতামত ও প্রমানসহ প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ প্রদান করেন।

শেয়ার করুন...

সাম্প্রতিক খবর