নগর প্রতিবেদক: নগরীর খুলশী ও চাঁদগাও থানা এলাকায় সিডিএ’র স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) মোহাম্মদ নজরুল এর পরিচালনায় সিডিএ অভিযান পরিচালনা করেন। আজ মঙ্গলবার(২৬ আগষ্ট) দুপুর থেকে বিকেল পর্যন্ত টানা অভিযান পরিচালনা করে নগরীতে নকশা লঙ্ঘন করে নির্মিত ভবনগুলোর অংশ সিডিএ ভাঙ্গার কাজ শুরু করে।
সিডিএ সুত্রে জানা গেছে,নগরীর খুলশী ও চাঁন্দগাও থানা এলাকায় পরিচালিত অভিযানে ৮টি ভবন মালিকের কাজ থেকে ৭ লাখ টাকা জরিমানা আদায় করেন এবং নিজস্ব খরচে অননুমোদিত অংশ ভেঙ্গে ফেলবেন বলে অঙ্গীকারনামা নেয়া হয়।
চট্টগ্রাম শহরকে বাসযোগ্য করতে সিডিএ’র এই অভিযান অব্যাহত থাকবে।
চট্টগ্রাম শহরকে একটি পরিকল্পিত নগরী গড়ে জন্য কাজ করছে সিডিএ। এখানে কাউকে আইন লঙ্ঘন করে ভবন নির্মাণ করতে দেয়া হবে না। যারা অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে ভবন নির্মাণ করেছেন তাদেরকে নিজ নিজ দায়িত্বে নকশা বহির্ভূত অংশ ভেঙে ফেলার জন্য আহবান জানানো হয়।
এ অভিযানে নেতৃত্বদেন সিডিএ’র অথরাইজড অফিসার-১, কাজী কাদের নেওয়াজ সহ চউকের ইমারত পরিদর্শনগন অংশ নেন।