রাজধানীর উত্তরায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ছয়জনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা-পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন রাসেল মিয়া (২২), মো. সাগর (১৯), নাহিদ মিয়া (১৯), সুমন বাবু (৩১), জাফর মোল্লা (২২) ও আবদুল আজিজ (২২)। পুলিশের দাবি, তাঁদের সবাই একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য।

উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে উত্তরা ১০ নম্বর সেক্টরের আশুলিয়া-আব্দুল্লাহপুর মহাসড়কের পাশে ফ্লাইওভারের ১৫৩ নম্বর পিলারের কাছে একটি ফাঁকা জায়গায় ডাকাত দলের কয়েকজন অস্ত্রসহ জড়ো হয়েছে। খবর পেয়ে রাত সাড়ে তিনটার দিকে ওই এলাকায় অভিযান চালায় থানা-পুলিশের একটি দল।

পুলিশ জানায়, তাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি চাপাতি, দুটি চাকু ও একটি লোহার রড উদ্ধার করা হয়। তবে এ সময় কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, গ্রেপ্তার ব্যক্তিরা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা ডাকাতির পরিকল্পনার কথা স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে। পলাতকদের গ্রেপ্তারে অভিযান চলছে।

শেয়ার করুন...

সাম্প্রতিক খবর