সোমবার (২৬ মে) এক সংবাদ সম্মেলনে এ সময়সীমা বেঁধে দেওয়া হয়।
এর আগে রোববার (২৫ মে) কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করে এনবিআর চেয়ারম্যানের অপসারণে লাগাতার অসহযোগ কর্মসূচি অব্যাহত রাখার কথা জানিয়েছিল তারা। আজ আবার সেই দাবিতে আল্টিমেটাম দিলেন এনবিআর কর্মকর্তা-কর্মচারীরা।
সংবাদ সম্মেলনে কথা বলেন যুগ্ম কর কমিশনার মোনালিসা শাহরীন সুস্মিতা, উপ কমিশনার (দ্বিতীয় সচিব) শাহদাৎ জামিল শাওন ও উপ কর কমিশনার (দ্বিতীয় সচিব) রইসুন নেসা।
সংবাদ সম্মেলনে বলা হয়, আগামী তিন দিনের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের বর্তমান চেয়ারম্যানকে অপসারণ করতে হবে। তার প্রতি বিশ্বাস ও আস্থার চরম সংকট তৈরি হওয়ায় এ দাবি তোলা হয়েছে।
সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদ জানায়, এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান নিয়মতান্ত্রিক কর্মসূচির ব্যাপকতা ও যৌক্তিকতার বিষয়ে সরকারের নীতিনির্ধারকদের সঠিক তথ্য না দিয়ে আড়াল করেছেন। এতদিন তার অপসারণের দাবি থাকলেও কোনো নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়নি, এবারই প্রথমবার সময় বেঁধে দেওয়া হলো।