চলতি বছর স্বাভাবিক সময়ের এক সপ্তাহ আগেই মৌসুমি বায়ু বাংলাদেশে প্রবেশ করেছে। এরপর ধীরে ধীরে সারা দেশসহ পুরো উপমহাদেশজুড়ে বিস্তৃতি লাভ করবে। ১৬ বছর পর এবার এত আগে দেশে মৌসুমি বায়ুর প্রবেশ ঘটেছে।
দেশে মৌসুমি বায়ুর দেরিতে আসা নিয়ে আবহাওয়াবিদ ও জলবায়ুবিদদের মধ্যে ভাবনা বাড়ছে। বাংলাদেশে মৌসুমি বায়ুর দেরিতে আগমন এবং দেরিতে চলে যাওয়া বড় ধরনের সমস্যা হিসেবে চিহ্নিত হয়েছে সাম্প্রতিক সময়ে। বিশেষ করে কৃষি এবং স্বাস্থ্যের ওপর এর বিরূপ প্রভাব দেখা গেছে এক দশকের বেশি সময় ধরে।
তবে এবার আবহাওয়া অধিদপ্তর সূত্র জানাচ্ছে, আজ শনিবার বাংলাদেশের উপকূলীয় এলাকা টেকনাফ দিয়ে মৌসুমি বায়ুর প্রবেশ ঘটেছে। আজই ভারতের কেরালা উপকূলেও মৌসুমি বায়ুর আগমনের খবর পাওয়া গেছে। সাধারণত মৌসুমি বায়ু ভারতের কেরালা উপকূল স্পর্শ করলে প্রায় একই সময় বাংলাদেশের উপকূলেও তা এসে পড়ে।
এভাবে এত আগে মৌসুমি বায়ুর আগমনের ঘটনা ঘটল ১৬ বছর পর। এর আগে ২০০৯ সালে প্রায় একই দিনে মৌসুমি বায়ুর প্রবেশ ঘটেছিল বাংলাদেশের উপকূলে।
আবহাওয়াবিদ এবং জলবায়ুবিষয়ক গবেষকদের ভাষ্য, একাধিক প্রাকৃতিক ঘটনার কারণে বাংলাদেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই বায়ুর প্রবেশ এবার আগাম হলো। পরিবেশ, জলবায়ু, কৃষি এবং স্বাস্থ্যের ওপর এর ভিন্ন ভিন্ন রকমের প্রভাব সৃষ্টি হতে পারে।
মৌসুমি বায়ু কী
দক্ষিণ এশিয়া এবং ভারত মহাসাগরীয় অঞ্চলের জলবায়ুতে সবচেয়ে বেশি প্রভাব বিস্তারকারী বায়ুপ্রবাহ হলো মৌসুমি বায়ু। এটা মূলত গ্রীষ্মকালের মৌসুমি বায়ু। এই গরমকালে প্রবল উষ্ণতায় স্থলভাগে বিশেষ করে ভারতের মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় তাপীয় লঘুচাপের সৃষ্টি হয়, তার প্রভাবে স্থলভাগের কাছের সমুদ্র অঞ্চল থেকে জলীয় বাষ্প নিয়ে মৌসুমি বায়ু প্রবেশ করে।
বাংলাদেশে জুনের প্রথম দিক থেকে শুরু করে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত মৌসুমি বায়ুর প্রভাব থাকে। দেশের ৭০ থেকে ৮০ ভাগ বৃষ্টিপাত হয় এ সময়ে।
আবহাওয়া অধিদপ্তরের সাবেক পরিচালক সমরেন্দ্র কর্মকার বলছিলেন, এই গ্রীষ্মকালে উত্তর গোলার্ধে কর্কটক্রান্তি রেখার ওপর সূর্য লম্বভাবে কিরণ দেয়। এতে মধ্য এশিয়া, উত্তর-পশ্চিম ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়ার স্থলভাগ উত্তপ্ত হয়। আর এই উত্তাপের কারণে সেখানকার বায়ুও উত্তপ্ত হয়ে ওঠে। এ জন্য ওই সময় তাপীয় লঘুচাপের সৃষ্টি হয়। অন্যদিকে ভারত ও প্রশান্ত মহাসাগরের জলভাগ সেই সময় অপেক্ষাকৃত কম গরম থাকে। তাই সেখানে উচ্চচাপের সৃষ্টি হয়। এই উচ্চচাপযুক্ত জলভাগ এলাকা থেকে বায়ু এশিয়ার স্থলভাগের দিকে প্রবাহিত হয়। এটি মৌসুমি বায়ু।
মৌসুমি বায়ু আগাম আসার কারণ
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ দীর্ঘ সময় ধরে বাংলাদেশের বৃষ্টি এবং গ্রীষ্মকালের জলবায়ু পরিস্থিতির পরিবর্তন নিয়ে গবেষণা করছেন। তিনি আজ বলেন, বাংলাদেশের টেকনাফ উপকূল দিয়ে আজ মৌসুমি বায়ু প্রবেশ করেছে। ভারতের কেরালাসহ বিভিন্ন উপকূলীয় স্পর্শ করেছে মৌসুমি বায়ু।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সাধারণত ১ জুন বাংলাদেশের টেকনাফ দিয়ে মৌসুমি বায়ুর আগমন ঘটে। মাঝেমধ্যে দু–এক দিনের হেরফের হয়। তবে এক দশক ধরে মৌসুমি বায়ু জুনের প্রথম সপ্তাহ এমনকি কখনো কখনো জুনের মাঝামাঝি পর্যন্ত সময়ে আসছে। মৌসুমি বায়ু যত দিন পর্যন্ত থাকার কথা, তারপরও প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। জলবায়ু পরিবর্তনগত প্রভাবেই এমনটা করছে বলে মনে করেন জলবায়ু বিশেষজ্ঞরা।
মৌসুমি বায়ুর আগাম আসার কারণ তাহলে কী? কারণ হিসেবে দুটো শর্তের কথা জানালেন সমরেন্দ্র কর্মকার। প্রথম বিষয়টি হলো ‘ম্যাসকারিন হাই প্রেসার’–এর প্রাবল্য। মাদাগাস্কারের কাছে ভূপৃষ্ঠে যে উচ্চচাপ বলয় সৃষ্টি হয়, সেটিই ম্যাসকারিন হাই প্রেসার নামে পরিচিত। এটি যদি খুব বেশি শক্তিশালী হয়ে ওঠে, তবে কখনো কখনো মৌসুমি বায়ু আগাম চলে আসতে পারে। এই বায়ুপ্রবাহ সোমালিয়ার উপকূল হয়ে উপমহাদেশের দিকে আসে।
সমরেন্দ্র কর্মকার বলছিলেন, ভারতের মধ্যপ্রদেশ বা এর কাছাকাছি এলাকার তাপীয় লঘুচাপেরও ভূমিকা থাকতে পারে। ভারতের মধ্যপ্রদেশ বা এর কাছাকাছি এলাকায় যে তাপীয় লঘুচাপ সৃষ্টি হয়, তার শক্তিশালী অবস্থান এর কারণেও কখনো কখনো মৌসুমি বায়ু আগাম চলে আসতে পারে।
মৌসুমি বায়ু মূলত দক্ষিণ-পশ্চিম দিক থেকে আসে। এর বৈশিষ্ট্য হলো এখানে প্রচুর পরিমাণে আর্দ্রতা থাকে।
মোহাম্মদ বজলুর রশিদ বলেন, ‘আর্দ্রতার পরিমাণ ৯০ শতাংশের বেশি হয় কখনো কখনো। আর এ বায়ু প্রবাহের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ধারাবাহিক বৃষ্টিপাত। তিন থেকে পাঁচ মিলিমিটার বৃষ্টি ধারাবাহিকভাবে যদি হতে থাকে তবেই মৌসুমি বায়ুর প্রবেশ ঘটেছে বলে আমরা ধরে নিতে পারি।’
আবহাওয়াবিদদের কথা, যদি মৌসুমি বায়ুর আসার স্বাভাবিক সময়ের আগে আরব সাগর বা বঙ্গোপসাগরে কোনো লঘুচাপ বা নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা দেখা দেয় তবে এর আগমন আগাম ঘটে যেতে পারে। আরব সাগরে এখন একটি নিম্নচাপ রয়েছে। বাংলাদেশে আগামী মঙ্গলবার থেকে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই লঘুচাপটি নিম্নচাপে পরিণত হতে পারে। আবার এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার বিষয়টি এখনো স্পষ্ট নয়।
সমরেন্দ্র কর্মকারের ভাষ্য, আরব সাগর এবং বঙ্গোপসাগরে এই যে লঘুচাপ এবং নিম্নচাপ পরিস্থিতি, তা মৌসুমি বায়ুর আগাম আগমনে ভূমিকা রেখেছে বলে ধারণা করা যায়।
আগাম আগমনের প্রভাব কী হতে পারে
আবহাওয়াবিদেরা বলছেন, মৌসুমি বায়ু একটু আগে চলে আসা মানে যে বৃষ্টি বাড়বে, এমনটা নয়। এর প্রভাবে হয়তো আগামী দু–এক দিন দেশের বিভিন্ন স্থানে কিছুটা বৃষ্টি হতে পারে। কিন্তু এরপর আছে মৌসুমি লঘুচাপ। তার প্রভাবেও কিছু কিছু জায়গায় বিশেষ করে সমুদ্র উপকূলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এর পর থেকে টানা কয়েক দিন দেশ প্রায় বৃষ্টিহীন থাকতে পারে।