নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম লোকজ শিল্পী কল্যাণ সংস্থার ঈদ পুনঃ মিলনী সোমবার (০৯জুন) সন্ধ্যায় নগরের একটি রেস্টুরেন্টে সংস্থার সভাপতি নাসির আহমদ খানের সভাপতিত্ত্বে অনুষ্টিত হয়।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সোমা সরকার।

সভায় বক্তব্য রাখেন, সংস্থার সাধারণ সম্পাদক বেতার টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী ও সঙ্গীত পরিচালক শেখ নজরুল ইসলাম মাহমুদ, গীতা আচার্য্য, দিল আফরোজ, শীলা চৌধুরী, সুজিত ভট্টাচার্য্য দোলন,দি ক্রাইমের সম্পাদক আশীষ চন্দ্র নন্দী, সুকুমার দে, রূপনা দাশ, নিগার মামুন।

বিশেষ অতিথি নাট্যকার সজল কুমার নাথ ও গীতিকার দীলিপ ভারতী প্রমুখ।

সভায় বক্তারা বলেন, শিল্পীদের বিভেদ ভুলে একে অপরের সাথে সহযোগীতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে।

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী গীতা আচার্য্য, শীলা চৌধুরী, সুকুমার দে, সুজিত ভট্টাচার্য্য দোলন, নিতা পান্থ নিতু, দিল আফরোজ, রূপনা দাশ, শামসুল আলম শিহাব, মনি সেন, ইশা, নিগার মামুন, ফাতেমা হাসান টিনা, অজুফা আক্তার সাথী, বেবী দাশ নুপুর, উর্মী আক্তার, মৌ মনি, মৌ চৌধুরী, সুপ্রিয়া লাকী প্রমুখ।

শেয়ার করুন...