এস এম আকাশ: আন্তর্জাতিক মানবিক সেবামূলক সংগঠন অ্যাসোসিয়েশন অব এলায়েন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ১০২৪ এর অ্যানুয়াল ডিসট্রিক্ট কনভেনশন ২০২৫ ও হ্যান্ডওভার এন্ড টেকওভার পর্বের বর্ণাঢ্য কনফারেন্স চট্টগ্রাম নগরীর ওয়েল পার্ক রেসিডেন্স এন্ড তারকা হোটেলে রবিবার (২৪ আগষ্ট) রাতে মনমুগ্ধকর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ চ্যাপ্টারের ডিসট্রিক্ট ইমিডিয়েট ও ফাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর এলি.আলহাজ্ব এস এম আজিজ তার সাংগঠনের সাংবিধানিক প্রাপ্ত দায়িত্বভার আগামী ২০২৫-২৬ সালের সাংগঠনিক উন্নয়ন বর্ষের জন্য দেশের বিশিষ্ট মানবাধিকার বিশ্লেষক ও মেধাবী সংগঠক এলি: ইঞ্জিনিয়ার আরফান চৌধুরী আপেল এর হাতে আনুষ্ঠানিক ভাবে নতুন ডিস্ট্রিক্ট গভর্নরের দাপ্তরিক ও নির্বাহী দায়িত্ব হস্তান্তর করেন।
উপস্থিত সকল দায়িত্বশীলদের মাঝে সদ্য বিদায়ী গভর্নর এলি.এস এম আজিজ তাঁর তৃপ্তিময় স্বরে বলেন,“আমরা ও আমি সকল সহযোদ্ধাদের সাথে নিয়ে দেশের ক্রান্তিকালে যতটুকু সম্ভব মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। গামীতেও সর্বস্তরের মানুষের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ্।
নব নির্বাচিত ও নির্বাহী দায়িত্বপ্রাপ্ত নতুন ডিস্ট্রিক্ট গভর্নর এলি.ইঞ্জিনিয়ার আরফান চৌধুরী আপেল দায়িত্বশীল দৃঢ়তা ও আত্মবিশ্বাস রেখে তাঁর বক্তব্যে বলেন, “সদ্য সাবেক ও সফল গভর্নরের অসমাপ্ত কাজগুলোর সঙ্গে আমার কিছু ক্রিয়েটিভ পরিকল্পনা যোগ করে সবাইকে সঙ্গে নিয়ে সুন্দরভাবে আমার দায়িত্বের সম্পূর্ণ মেয়াদে নিষ্ঠার সাথে এগিয়ে যেতে চাই। এবং এটা শতভাগ সম্ভব হবে আমার সকল শুভাকাঙ্ক্ষী ও সহযোদ্ধাদের সার্বিক সহযোগিতা এবং আন্তরিক ভালোবাসা অটুট থাকলে।
আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন-ফার্স্ট ইন্টারন্যাশনাল ডিরেক্টর এলি.এম জাফর উল্লাহ,ফাস্ট ডিস্ট্রিক গভর্নর এলি.ইলিয়াছ সিরাজী, ডিস্ট্রিক্ট গভর্নরের উপদেষ্টা এবং জাতীয় নাগরিক অধিকার ও নির্বাচন বিশ্লেষক সাংবাদিক এস এম আকাশ,ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর অব ওয়ান ও বিশিষ্ট আইডল সংগঠক এলি.ইউসুফ খান,ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর অব টু এলি.জানে আলম,জয়েন্ট ক্যাবিনেট সেক্রেটারি এলি.রবিউল হোসেন,ক্যাবিনেট ট্রেজারার এলি.মোঃ রাসেল,জয়েন্ট ক্যাবিনেট ট্রেজারার মোঃ রবিউল হোসেন ও গভর্নরের জনসংযোগ অফিসার শাহারিয়ার তৌসিফ সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচকেরা বলেন,পৃথিবীর প্রতিটি দেশের নাগরিকদের জন্য সবকিছুর উর্ধে তাঁর নিজ মাতৃভূমি। আর এই জন্মভূমির জন্য সকল প্রকার অভ্যন্তরীণ স্বার্থ ত্যাগ দিতে হবে। দল মত ধর্ম বর্ণ জাতি পেশা ও সংস্কৃতির নীতি নৈতিকতা ও গোত্রের মাপকাঠির বেড়াজালে আবদ্ধ না থেকে মানুষের সেবা ও মানবতার কল্যাণ সাধনের একক ও যৌথ উদ্যোগই হচ্ছে প্রকৃত বিপ্লব ও অর্জন আর এটাই অ্যাসোসিয়েশন অব এলায়েন্স ক্লাব ইন্টারন্যাশনালের মূল ভিত্তি এবং শক্তি।




