প্রেস বিজ্ঞপ্তি: নগরীর কোতোয়ালী ও বাকলিয়া থানাধীন র‌্যাব-৭, জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের যৌথ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিপুল পরিমান ‘‘উৎপাদন নিষিদ্ধ পলিথিন” জব্দসহ চারটি প্রতিষ্টান’কে ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়।সোমবার(২৫ আগষ্ট) নগরীর বাকলিয়া থানাধীন রাজাখালী এবং কোতোয়ালী থানাধীন রসূল মার্কেট এলাকায় যৌথ ভ্রাম্যমান আদালতে পরিচালনা করে ৫টি অবৈধ নিষিদ্ধ পলিথিন উৎপাদনকারী প্রতিষ্টানকে ৫ লাখ টাকা জরিমানা এবং বিপুল পরিমান উৎপাদন নিষিদ্ধ পলিথিন জব্দসহ ১টি কারখানা সীলগালা করা হয়।

ভ্রাম্যমান আদালতরিচালনায় জেলা প্রশাসন চট্টগ্রাম এর পক্ষে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কনা, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শফিকুল ইসলাম এর নেতৃত্বে র‌্যাব ৭, এ অভিযান পরিচালনা করেন।

অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে র‌্যাব-৭, জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত পরিচালনা কার্যক্রম চলমান থাকবে।

ভ্রাম্যমাণ আদালত ৫টি প্রতিষ্ঠানকে জরিমানাকৃত ৫ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে এবং জব্দকৃত উৎপাদন নিষিদ্ধ পলিথিনের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন...

সাম্প্রতিক খবর