২০২৬ সাল থেকে সৌদি আরব অ্যালকোহল বিক্রির লাইসেন্স দেয়ার পরিকল্পনা করছে এমন খবরে সয়লাব আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে সৌদি আরব।

আনুষ্ঠানিকভাবে সৌদি সরকারের তরফ থেকে কোনো বার্তা না আসলেও সরকারি সূত্রের বরাতে সৌদির বক্তব্য তুলে ধরেছে আরব নিউজ। সোমবার (২৬ মে) সংবাদমাধ্যমটির খবরে বলা হয়, সৌদি কর্তৃপক্ষের সূত্র জানিয়েছে অ্যালকোহল অনুমোদনের বিষয়ে যেসব তথ্য প্রচার করা হয়েছে সেগুলো মিথ্যা।

বিষয়টি সম্পর্কে অবগত ওয়াকিবহাল সূত্রের মতে, ‘প্রাসঙ্গিক কর্তৃপক্ষের কাছ থেকে মদ বা অ্যালকোহল অনুমোদনের দাবির কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ নেই এবং এর সঙ্গে সৌদি আরবে বিদ্যমান নীতি বা বিধিবিধান প্রতিফলিত হয় না।’

সূত্রগুলো আরব নিউজকে জানিয়েছে, পর্যটন খাতের উন্নয়নের উচ্চাভিলাষী দৃষ্টিভঙ্গির অধীনে সৌদি আরব একটি অনন্য এবং সাংস্কৃতিকভাবে নিমজ্জিত অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

অমুসলিম দেশের কূটনীতিকদের জন্য মদ সংক্রান্ত নিয়ন্ত্রণ নিয়ে সূত্রগুলো জানান, সৌদি আরব নতুন একটি কাঠামো চালু করেছে, যার উদ্দেশ্য হলো কূটনৈতিক চালানের মাধ্যমে মদ বা অনুরূপ পণ্যের অননুমোদিত ব্যবহার রোধ করা।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, এই নতুন ব্যবস্থার অধীনে অমুসলিম দেশগুলোর দূতাবাসে কূটনৈতিক চালানে আর অ্যালকোহল এবং অন্যান্য জিনিস আমদানি করার অনুমতি নেই।

শেয়ার করুন...

সাম্প্রতিক খবর