সম্প্রতি জাতীয় নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে সেনাপ্রধানের একটি বক্তব্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এ নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা হচ্ছে। তবে সেই বক্তব্য বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বস্তুনিষ্ঠতা নিয়ে প্রশ্ন তুলেছে সেনাসদর।

সেনাসদরের মিলিটারি অপারেশন্সের পরিচালক (স্টাফ কর্নেল) কর্নেল মো. শফিকুল ইসলাম বলেছেন, সেনাপ্রধানের বক্তব্য নিয়ে প্রকাশিত বিষয়গুলোর বস্তুনিষ্ঠতা নিয়ে যথেষ্ট বিবেচনার দাবি রাখে।

সোমবার (২৬ মে) সেনাবাহিনীর কার্যক্রম নিয়ে ঢাকা সেনানিবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রায় পৌনে এক ঘণ্টার এই সংবাদ সম্মেলনে মিয়ানমার, আরকান আর্মি, রাখাইন করিডোর ও সেনাবাহিনীর সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের সম্পর্কসহ নানা বিষয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা।

কর্নেল শফিকুল ইসলাম ছাড়াও সেনাসদরের মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম-উদ-দৌলা সেসব প্রশ্নের উত্তর দেন।

দুই কর্মকর্তাই বলেন, দেশের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কাজে সেনাবাহিনী সম্পৃক্ত হবে না।

অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের বক্তব্য নিয়ে এদিন সংবাদ সম্মেলনে দৃষ্টি আকর্ষণ করেন একজন সাংবাদিক।

জবাবে কর্নেল শফিকুল ইসলাম বলেন, সেনাপ্রধান যেকোনো সময় বা সময়ে সময়ে অফিসার বা সৈনিকদের সঙ্গে কথা বলে থাকেন, দিকনির্দেশনা দিয়ে থাকেন। এটি তারই একটি ধারাবাহিকতা মাত্র। এখানে আমরা কোনো সাংবাদিককে ডাকিনি, তিনি জাতির উদ্দেশে কোনো ভাষণ দেননি, আইএসপিআর সরকারিভাবে কোনো বিবৃতি দেয়নি।

এই সেনা কর্মকর্তা বলেন, যেটা (সেনাপ্রধানের বক্তব্য) গণমাধ্যম বা সামাজিক যোগাযোগমাধ্যমে দেখছেন, এটার সঠিকতা বা বস্তুনিষ্ঠতা নিয়ে যথেষ্ট বিবেচনার দাবি রাখে।

শেয়ার করুন...

সাম্প্রতিক খবর